![কালিগঞ্জে খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/atok-abn4_134056.jpg)
কালিগঞ্জ (সাতক্ষীরা), ০৭ এপ্রিল, এবিনিউজ : গরু ও মাছের খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে রফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার বেজোরাটি গ্রামের আরশাদ আলীর পুত্র।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তার গোডাউন থেকে আটক করা হয়।
সরেজমিনে জানা যায়, রফিকুল ইসলাম বেজোরটি মোড়ে একটি গোডাউন ভিতরে মেশিনের সাহায্যে কুড়া,ভুষি ও পালিশের সাথে কাঠের গুরা, বালি, পেয়াজ ও রসুনের খোসাসহ বিভিন্ন প্রকার ভেজাল মিশিয়ে গরু ও মাছের খাদ্য তৈরী করে বিক্রি করে।
গতকাল শুক্রবার দুপুরের পর গোডাউনের দরজা দিয়ে ভেজাল মেশানোর সময় জানতে পেরে কালিগঞ্জ থানায় খবর দিলে সাড়ে ৪টার দিকে এস.আই ফনি ভুষন সঙ্গীয় ফোর্স নিয়ে এসে তাকে আটক করে নিয়ে যায়। এসময় খাদ্য তৈরীর বৈধ কাগজপত্র আছে কিনা যাচাই বাচাই করার দাবি জানান স্থানীয়রা।
এ ব্যাপারে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জানতে চাইলে এস.আই ফনি ভুষন বলেন অভিযোগের ভিত্তিতে তাকে থানায় আনা হয়েছে। বৈধ কাগজপত্র ও অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। যথাযথ কাগজপত্র না দেখাইতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/এমসি