![মাগুরায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/magura_abnews24_134087.jpg)
মাগুরা, ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দুই দল গ্রাসবাসীর সংঘর্ষের সময় মাগুরায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাবিলপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত আনিস মোল্লা (৩৫) শ্রীপুর উপজেলার মর্তুজাপুর গ্রামের হারু মোল্লার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, কাবিলপুর গ্রামের মাতব্বর পবন মিয়া ও কাজলী ইউনিয়ন পরিষদ সদস্য হান্নানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের বিরোধ চলে আসছে। এর জেরে গত ৭ মার্চ আনিস ও তার সহযোগীরা উইলিয়াম নামে একজনের দুই পা কেটে বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ রয়েছে। এর পর তাদের মধ্যে উত্তেজনা বাড়ে। শনিবার সকালে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় সংঘর্ষ বাধলে আনিসকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এ ছাড়া সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, পরে সংঘর্ষ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম