শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ঈশ্বরগঞ্জে নববধূকে গণধর্ষণের অভিযোগ

ঈশ্বরগঞ্জে নববধূকে গণধর্ষণের অভিযোগ

ঈশ্বরগঞ্জে নববধূকে গণধর্ষণের অভিযোগ

ময়মনসিংহ, ০৭ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লম্পটরা স্বামীকে ঘরে বেধে রেখে গৃহবধুকে ঘর থেকে নিয়ে গণধষর্ণ করেছে। গতকাল শুক্রবার রাতে উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া এলাকায় ওই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আজ শনিবার দুই জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলা উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া এলাকায় গত শুক্রবার রাতে ঘরে স্বামীকে বেধে রেখে রাতভর এক গৃহবধুকে গণধষর্ণ করেছে লম্পটরা।

এ ঘটনায় মরিচারচর নামাপাড়া গ্রামের আবুল বাশার (৩৭) ও রতন মিয়া (৩৫) কে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ধর্ষিতা বাদী হয়ে ৭ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে লম্পটরা বাড়িতে এসে স্বামীকে ডাকে। তাদের ডাকে সারা না দিলে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ধর্ষিতার স্বামীকে বেধে ফেলে এবং ধর্ষিতাকে মুখ বেধে পাশে ব্র‏হ্মপুত্র নদের তীরে নিয়ে ধর্ষণ করে। পরে ভোরে ধর্ষিতা বাড়িতে এসে স্বামীকে নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় আসে এবং ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম শহিদ বলেন, গত দুই মাস পূর্বে তাদের বিয়ে হয়। ২০/২৫ দিন পূর্বে তারা বাড়িতে আসে। নববধূ নিয়ে বাড়িতে আসার পর থেকে ধর্ষকরা বিভিন্নভাবে উৎপিরণ করে আসছিল। পরে গতকাল শুক্রবার রাতে স্বামীকে বেধে রেখে নববধূকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে নদীর চরে ধর্ষণ করে।

সকালে গিয়ে আমি বিষয়টি জানতে পারি এবং স্বামীসহ ধর্ষিতাকে নিয়ে থানায় আসি। ধর্ষকরা সকলেই স্থানীয় এবং ধর্ষিতার স্বামীর বন্ধু।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) গোলাম মওলা বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরার চেষ্টা চলছে।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত