বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ভোলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

‘আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের উন্নয়ন হয়’

‘আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের উন্নয়ন হয়’

ভোলা, ০৭ এপ্রিল, এবিনিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ই দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের মুখে হাসি ফুটেছে। বিশ্বের কাছে বাংলাদেশ প্রশংসিত হয়েছে।

আজ শনিবার বিকেলে চরফ্যাসন উপজেলার নবগঠিত দুলারহাট থানার কয়েকটি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মোক্তার হোসেনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মজিব নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মন্ত্রী এসময় নবনির্মিত নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের একাডেমিক ভবন ও উপজেলার আসলামপুর, ওসমানগঞ্জ, আবদুল্লাহপুর, চরমমাদ্রাজ ও নুরাবাদ ইউনিয়নের ৮টি গ্রামে সহস্রাধিক গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুতের নতুন লাইনের শুভ উদ্বোধন করেন।

এসময় পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক, শিক্ষক, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত