![‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কোনো পক্ষ ক্ষমতায় থাকতে পারবে না’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/nur_134202.jpg)
নীলফামারী, ০৭ এপ্রিল, এবিনিউজ : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতাতেও থাকবে, বিরোধী দলেও থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কোনো পক্ষ বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না।
আজ জেলার ডিমলা উপজেলা পরিষদ মাঠে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।
আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের না হলে তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই।’
তিনি বলেন, দেশের উন্নয়ন হয়েছে, কৃষক ঠিকমতো সার, বীজ, বিদ্যুৎ ও সেচ পাচ্ছেন। শিক্ষার্থীরা বছরের প্রথমে নতুন বই, উপবৃত্তি পাচ্ছে, রাস্তঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে।
এর আগে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ডিমলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের ভিত্তি স্থাপন, ১৪ কোটি দুই লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ডিমলা জলঢাকা সড়কের সংস্কার কাজ উদ্বোধন করেন।
বিকালে ৬২ লাখ টাকা ব্যয়ে ডিমলা ইসলামিয়া কলেজের নবনির্মিত হল রুমের উদ্বোধনী অনুষ্ঠানেও দুই মন্ত্রী বক্তব্য রাখেন। বাসস।
এবিএন/মমিন/জসিম