বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • নন্দীগ্রামে একাধিক মাদক মামলার আসামী রউফ গাঁজাসহ গ্রেফতার

নন্দীগ্রামে একাধিক মাদক মামলার আসামী রউফ গাঁজাসহ গ্রেফতার

নন্দীগ্রামে একাধিক মাদক মামলার আসামী রউফ গাঁজাসহ গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) , ০৮ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার নন্দীগ্রামে একাধিক মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ী আব্দুর রউফ (৩৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রউফ উপজেলার রনবাঘা সোনার পুকুর গ্রামের আতাহার আলী শেখের ছেলে।

আজ রবিবার বেলা ১১টায় নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠনো হয়েছে তাকে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা সোনার পুকুর এলাকায় অভিযান চালিয়ে ২শ’ ১০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান জানান, গ্রেফতারকৃত আব্দুর রউফ দীর্ঘদিন যাবৎ রনবাঘাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২শ’ ১০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার কার হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এবিএন/ অদ্বৈত কুমার আকাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত