![চট্টগ্রামে ঝগড়ায় ছুরিকাঘাতে নারী খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/08/hotta_134233.jpg)
চট্টগ্রাম, ০৮ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে প্রতিবেশীদের মধ্যে ঝগড়ায় ছুরিকাঘাতে বালি বেগম (২৫) নামে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মা ও ভাই।
শনিবার রাতে বন্দরনগরীর পশ্চিম মাদারবাড়ি যুগী চাঁদ মসজিদ লোইনের পোড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বালি বেগম ওই এলাকার মো. হাবিবের মেয়ে। তার মা বেবি আক্তার ও বড় ভাই মো. সুমনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হামলাকারী জয়, তার ভাই একরামুল হক ও মা মিতা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ওই দুই পরিবার পাশাপাশি বাসায় থাকে। কিছু দিন আগে সুমনের মোবাইল ফোন চুরি করে একরাম। পরে ফোন ফেরত দিলেও মেমোরি কার্ডটি সে রেখে দেয়। মেমোরি কার্ড ফেরত দেওয়া নিয়ে শনিবার রাতে বালির সঙ্গে মিতার ঝগড়া বাঁধে। ওই ঝগড়ার মধ্যে জয় গিয়ে বালিকে ছুরি মারে। বালির ভাই সুমন ও মা বেবি এগিয়ে গেলে একরাম তাদের ছুরিকাঘাত করে। আহত অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বালিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে জয়সহ তার পরিবারের ৩ জনকে আটক করে।
এবিএন/সাদিক/জসিম