বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন গ্রেফতার
দুর্নীতি মামলা

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন গ্রেফতার

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন গ্রেফতার

ঢাকা, ০৮ এপ্রিল, এবিনিউজ : দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে রবিবার মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় এ মামলা করে। মামলার পরই কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন জমি নিজের নামে কাগজ করিয়ে নেয়াসহ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত