বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • পেকুয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পেকুয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পেকুয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজার, ০৮ এপ্রিল, এবিনিউজ: কক্সবাজারের পেকুয়ায় মো.কাইছার (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা বড়িও উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাত ১০টার দিকে সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করা করে। আটক মো: কাইছার একই এলাকার মৃত রমজান আলীর ছেলে।

পেকুয়া থানারর উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি চালিয়ে ৮০পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত