গফরগাঁও (ময়মনসিংহ),০৯ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘কনিকা সমাজ উন্নয়ন সংস্থা’ নামে এক ভুয়া সমিতির অফিসের তালা ভেঙ্গে দুই নারী কর্মচারীকে উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ । গতকাল রবিবার বিকেলে গফরগাঁও থানার এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুুলিশ অফিস কক্ষের তালা ভেঙ্গে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় নারী কর্মচারী রানী বেগমের স্বামী বাদল মিয়া গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনাটি ঘটে গফরগাঁও-ভালুকা সড়কের ষোলহাসিয়া পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায, গফরগাঁও ভালুকা সড়কের পুরাতন বাস স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রায় এক বছর পূূর্র্বে উপজেলার উথুরী গ্রামের মৃৃত আব্দুল মান্নানের দু্ইু ছেলে নূরুল আমিন (৩৮), আলামিন (৩৫) ‘কনিকা সমাজ উন্নয়ন সংস্থা ’ নামে একটি এনজিও খোলে সদস্য সংগ্রহ ও ঋণ দান দান কর্মসুচি চালু করে । সহজ শর্তে ঋণ দেওযার কথা বলে এলাকার শ্রমজীবি দরিদ্র্র বহু মানুষকে সদস্য করেন।
গত ৫ মাস আগে ‘কনিকা সমাজ উন্নয়ন সংস্থা ’ রানী আক্তার ও বেগম আক্তার নামে ২ নারীকে মাসিক ৩ হাজার টাকা বেতনে চাকরী দেয় । ব্যাংক থেকে মোটা অংকের সিসি লোন তোলে দেওযার কথা বলে তাদের কাছ থেকে ৫৫ হাজার ৫০০ টাকা উৎকোচ বাবদ আদায় করেন।
কিন্তু ব্যাংক থেকে ঋণ তুলে দিতে ব্যর্র্থ হলে ওই সদস্যরা উৎকোচের টাকা ফেরত চাইলে তাদের ঘুরাতে থাকেন। গত শনিবার দুপুুরে রানী ও বেগম পাওনা টাকার জন্য ‘কনিকা সমাজ উন্নয়ন সংস্থা’ এর অফিসে গেলে টাকা ফেরত দেওয়ার কথা বলে তাদের দীর্ঘ সময় বসিয়ে রাখেন। পরে বিকালে তাদের অফিস কক্ষে রেখে বাহির থেকে তালা দিয়ে পরিচালকরা পালিয়ে যায়।বিষয়টি রানী আক্তার ও বেগম আক্তারের স্বজনরা জেনে গফরগাঁও থানা পুলিশের সহায়তায় রবিবার বিকেলে অফিস কক্ষের তালা ভেঙ্গে তাদের উদ্ধার করে। এ ঘটনায় রানী বেগমের স্বামী বাদল মিয়া গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগকারী বাদল মিয়া বলেন, সমিতির নামে তারা বহু মানুষের টাকা আত্মসাৎ করেছে। গফরগাঁও থানার এস আই সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে একটি অফিসের তালা ভেঙ্গে দুইকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/নির্মল