শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • খুলনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা, ০৯ এপ্রিল, এবিনিউজ : খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে গোলাম মাওলা (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দলটির বিপক্ষ গ্রুপের কর্মীরা।

আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আকলিয়া গ্রামের খাবার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাম মাওলা তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন তেরখাদা উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক হিলু মুন্সি এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম মাওলার অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সকালে দুপক্ষের নেতাকর্মীরা খাবার বিল এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতিতেই ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোলাম মাওলাকে কুপিয়ে জখম করা হয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষে লিপি বেগম (৪৫), সোহেল শেখ (২৫) ও সাবিনা ইয়াসমিন (৪০) নামে আরও ৩ জন আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত