রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
নূরনাহার নিপা’র কবিতা

ঠিকানা দাও

ঠিকানা দাও

ঠিকানা দাও

নূরনাহার নিপা

চোখ দু’টোতে অশ্রু ভরা

বুকে ভীষণ কষ্ট

তোমার ছবি বুকের ভেতর

দেখছি আজো পস্ট,

চাঁদের মতো মুখটি তোমার

মায়ায় ভরা মুখ।

মিষ্টি ছোঁয়া হাসির ভেতর

নয়ন পেত সুখ,

কুঁড়ে ঘরের মহারাণী

তুমি আমার মা

কোন অজানায় লুকিয়ে আছো

দাও না ঠিকানা।

(সংগৃহীত)

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত