বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আজকের দিনের ইতিহাস: ১০ এপ্রিল ২০১৮

আজকের দিনের ইতিহাস: ১০ এপ্রিল ২০১৮

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : আজ১০ এপ্রিল ২০১৮ এবং ২৭ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১৫১২ সালের এই দিনে স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমসের জন্ম।

  • ১৫৩৩ সালের এই দিনে ডেনমার্কের রাজা প্রথম ফ্রেডরিকের মৃত্যু।

  • ১৬৩৩ সালের এই দিনে লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু।

  • ১৭১০ সালের এই দিনে ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয়।

  • ১৭৫৬ সালের এই দিনে নবাব আলীবর্দী খানের মৃত্যু ও সিরাজ উদদৌলার রাজ্যভার গ্রহণ।

  • ১৮০৯ সালের এই দিনে বাংলার নবজাগরণের পুরোধা হেনরি ডিরোজিওর জন্ম।

  • ১৮১৩ সালের এই দিনে ফরাসী গণিতবিদ জোসেফ লুইস লরেঞ্জ মৃত্যুবরণ করেন।

  • ১৮১৬ সালের এই দিনে আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয়।

  • ১৮২৫ সালের এই দিনে হাওয়াইতে প্রথম হোটেল চালু হয়।

  • ১৮৩৫ সালের এই দিনে চার্লস ডারউইন সান্তিয়াগোতে ফিরে আসেন।

  • ১৮৪৭ সালের এই দিনে মার্কিন সাংবাদিক ও সংবাদপত্রের মালিক জোসেফ পুলিৎজারের জন্ম।

  • ১৮৪৮ সালের এই দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যান ম্যাককিনন জন্মগ্রহণ করেন।

  • ১৮৭৫ সালের এই দিনে কলকাতায় আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

  • ১৯০১ সালের এই দিনে কবি অমিয় চক্রবর্তীর জন্ম।

  • ১৯১৯ সালের এই দিনে মেক্সিকোর খ্যাতনাম বিপ্লবী ইমিলিয়ানো জাপাটা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন।

  • ১৯৪৬ সালের এই দিনে ফরাসী সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে ।

  • ১৯৭২ সালের এই দিনে ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।

  • ১৯৭২ সালের এই দিনে জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

  • ১৯৭২ সালের এই দিনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন টার্নার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান করেন।

  • ১৯৭৩ সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে ইহুদীবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তিনজন সংগ্রামী ফিলিস্তিনী শাহাদাত বরণ করেন।

  • ২০০১ সালের এই দিনে পাকিস্তানি আম্পায়ার শাকুর রানা মৃত্যুবরণ করেন।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত