রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • অপরাধ
  • তিস্তা ব্যারাজে দর্শনার্থীকে উত্ত্যক্ত করায় আটক ৩

তিস্তা ব্যারাজে দর্শনার্থীকে উত্ত্যক্ত করায় আটক ৩

তিস্তা ব্যারাজে দর্শনার্থীকে উত্ত্যক্ত করায় আটক ৩

লালমনিরহাট, ১০ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটের তিস্তা ব্যারাজ এলাকায় রেদওয়ান আলী নামে এক প্রভাষক ও তার ছোট বোনকে আটকিয়ে উত্ত্যক্ত ও ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের পাশ থেকে সাংবাদিকদের সহযোগিতায় তাদের আটক করে দোয়ানী ফাঁড়ি পুলিশ। মামলা দায়ের পর আজ মঙ্গলবার সকালে আটক ওই ছিনতাইকারীদের লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, পাশ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট এলাকার খলিলুর রহমানের পূত্র আসাদুজ্জামান আকাশ, কাজীরহাট পন্তাপাড়া এলাকার আব্দুস ছামাদের মামুনুর রশিদ ও পশ্চিম বালাগ্রাম এলাকার তহিদুল ইসলামের পূত্র মাসুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে তিস্তা ব্যারাজ এলাকায় বাসদের রোডমার্চ এর সমাপনি সমাবেশ চলছিল। ওই সময় তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের পাশে দায়িত্ব পালনের জন্য অবস্থান করছিলেন কয়েকজন পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা। এ সময় জলঢাকা উপজেলার শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক রেদওয়ান আলী তার মামাতো বোনকে নিয়ে তিস্তা ব্যারাজ ঘুরতে আসে। তাদেরকে আটকিয়ে ৪ যুবক প্রথমত প্রভাষকের মানিব্যাগ ছিনতাই করে নেয়। পরে তার ছোট বোনকেও উত্ত্যক্ত করে।

বিষয়টি দেখতে পেয়ে দোয়ানী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রাজ্জাক ও হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনসহ উপস্থিত সাংবাদিকরা এগিয়ে আসলে ওই ৪ ছিনতাইকারী পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ ও সাংবাদিক ধাওয়া করে তাদের ৩ জনকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই প্রভাষকের ছোট বোন রাতেই বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ৩ ছিনতাইকারীকে মঙ্গলবার সকালে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত