বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • আখাউড়ায় ৩০৮ মিটার ভারতীয় প্যান্টপিস জব্ধ: আটক ১

আখাউড়ায় ৩০৮ মিটার ভারতীয় প্যান্টপিস জব্ধ: আটক ১

আখাউড়ায় ৩০৮ মিটার ভারতীয় প্যান্টপিস জব্ধ: আটক ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ১০ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ৩০৮ মিটার ভারতীয় প্যান্টের কাপড়সহ এক যুবককে আটক করেছে বিজিবি’র একটি টহল দল।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে এসব কাপড় জব্ধ করা হয়। আটক যুবক হলো উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকুট গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র ফাহাদ মিয়া (১৮)।

আখাউড়া গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম ফারুক জানান, সকাল সাড়ে ৯টার দিকে কর্ণেল বাজার এলাকায় সন্দেহ জনক একটি অটোরক্সিার গতিরোধ করে ৬টি বস্তায় ভারতীয় প্যান্টের কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের পরিমাণ ৩০৮ মিটার। পরে উদ্ধারকৃত কাপড় স্থলশুল্ক গুদামে জমা দেয়া হয়েছে এবং আটক যুবককে মামলা দায়ের পূর্বক আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

এবিএন/হান্নান খাদেম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত