বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মেহেরপুর, ১১ এপ্রিল, এবিনিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর-আমতৈল সড়কের পাশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৪টি বোমা, দুটি ধারালো অস্ত্র ও একটি এলজি শাটারগান উদ্ধার করেছে পুলিশ।

ডাকাতের গুলিতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, হেমায়েতপুর গ্রাম থেকে আমতৈল-মানিকদিয়া গ্রামের যাওয়ার সড়কের পাশে আমান উল্লাহর কলা বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদ পায় পুলিশ। এ সময় পুলিশের দুটি টহল দল কলাবাগানটি চারদিক থেকে ঘেরার চেষ্টা করে। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

গোলাগুলি থেমে গেলে অজ্ঞাত সন্দেহভাজন একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে পুলিশ পিকআপ ভ্যানে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত