![রাঙ্গামাটিতে ইউপিডিএফের সদস্যকে গুলি করে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/rangamati_abnews24 copy_134774.jpg)
রাঙ্গামাটি, ১১ এপ্রিল, এবিনিউজ : জেলার নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইউপিডিএফ সদস্যের নাম জনি তঞ্চঙ্গ্যা (৪০)। জনি তঞ্চঙ্গ্যা ইউপিডিএফের সদস্য বলে দাবি করেছে সংগঠনটি।
আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে নানিয়ারচর উপজেলার ২নং সাবেক্ষং ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, দুপুর সোয়া ১টার দিকে নানিয়ারচর উপজেলার ২নং সাবেক্ষং ইউনিয়নের হেডম্যান পাড়ার মেজর পাড়া রোডে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি কুনেন্টু চাকমা অভিযোগ বলেন, দুপুরে ইউপিডিএফের সদস্য জনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ জানান, নানিয়ারচরের সাবেক্ষং ইউনিয়ন এলাকায় ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটিতে নিয়ে যাচ্ছে।
নিজেদের দলীয় কোন্দলের জন্য এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন ওসি।
এবিএন/জনি/জসিম/জেডি