বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

খালেদাকে নিয়ে নির্বাচন হবে না : মেনন

খালেদাকে নিয়ে নির্বাচন হবে না : মেনন

গাইবান্ধা, ১১ এপ্রিল, এবিনিউজ : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলেন, তিনি দুর্নীতির কারণে আজ কারাগারে। এটি আইনগত বিষয়। কিন্তু দুর্নীতির মামলায় যিনি কারাদন্ডিত হয়েছেন বিএনপি তাকে নিয়েই আগামী নির্বাচনের স্বপ্ন দেখছেন, এটা সম্ভব নয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাতীয় কৃষক সমিতি আয়োজিত কৃষক ভূমিহীন ও বাস্তুহারা সমাবেশে বুধবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে মেনন বলেন, বিএনপির শাসনামলে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আন্তঃর্জাতিকভাবে পরিচিত ছিল। তারা ক্ষমতায় এলে দেশ আবার দুর্নীতি এবং লুটপাটের ক্ষেত্রে পরিণত হবে। তাদের ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহবান জানান। তিনি কৃষক, ভূমিহীন ও বাস্তুহারাদের তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মতিন মোল্লার সভাপতিত্বে স্থানীয় শহীদ মিনার চত্বরে বুধবার বিকেলে আয়োজিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সংগঠনের গাইবান্ধা জেলা সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরেন সরকার, জেলা সদস্য মাসুদুর রহমান মাসুদ, মিলন কান্তি সরকার, গোবিন্দগঞ্জ জাতীয় কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুব মৈত্রিক সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত