আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১২ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ৭ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ সেলিম মিয়া (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি’র একটি টহল দল।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক হলো উপজেলার শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।
আখাউড়া কর্নেল বাজার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মোক্তার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিকালে শিবনগর সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় এক যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৭ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ টেবলেট উদ্ধার করা হয়।
মাদক পাচারের দায়ে ওই যুবককে আটক করা হয়। আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলায় দায়ের পূর্বক উদ্ধারকৃত ইয়াবা টেবলেটসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি