শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • খিলগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব: প্রাণ গেল স্কুলছাত্রের

খিলগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব: প্রাণ গেল স্কুলছাত্রের

খিলগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব: প্রাণ গেল স্কুলছাত্রের

ঢাকা, ১৩ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর খিলগাঁওয়ের বউবাজার এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল (১৭) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাসেলের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। বাবার নাম মো. সিরাজুল ইসলাম। সে খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ৬৯ খিলগাঁও, পুরাতন জামে মসজিদের পাশে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত।

জিসান নামে নিহতের এক স্বজন জানান, ‘বিকেলে এলাকার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এটাকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টার দিকে রানা, সিরাজ, আকাশসহ কয়েকজন রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে’।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত