
নরসিংদী, ১৪ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীর পলাশ থেকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী আকরাম (৩২)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়েশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী আকরাম (৩২) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার কাইয়ুম মুন্সির ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফ্ফার জানান, আকরাম একজন পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। সে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাকে গ্রেফতারের জন্য অনেকদিন যাবৎ আমরা তার ব্যাপারে খোঁজ খবর রাখছি। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার টিম পলাশ উপজেলার গয়েশপুরের তার নিজস্ব মৎস খামার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি ৬৫ বোর পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি