![আজকের দিনের ইতিহাস: ১৫ এপ্রিল ২০১৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/ajker-itihash4_135168.jpg)
ঢাকা, ১৫ এপ্রিল, এবিনিউজ : আজ ১৫ এপ্রিল ২০১৮ এবং ০২ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ রবিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
১৪৫২ খ্রিস্টাব্দের এই দিনে ইতালীর কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সের অদূরবর্তী ভিঞ্চি নগরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন ।
১৭০৭ খ্রিস্টাব্দের এই্ দিনে সুইজারল্যান্ডের প্রখ্যাত ডাক্তার, নক্ষত্র ও গণিতবিদ লিওনার্দ ইউলার জন্ম গ্রহণ করেন ।
১৭৬৫ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার বিখ্যাত কবি , সাহিত্যিক ও বিজ্ঞানী মিখাইল ভেসিলিভিচ লোমোনোসোভ মৃত্যুবরণ করেন ।
১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকা লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজীতে হামলা চালায় ।
১৯১২খ্রিস্টাব্দের এই দিনে উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায় ।
১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায় ।
১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকান্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয় ।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি