শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • আদমদীঘিতে স্ত্রীর গর্ভপাতের ঘটনায় মামলা স্বামী গ্রেফতার

আদমদীঘিতে স্ত্রীর গর্ভপাতের ঘটনায় মামলা স্বামী গ্রেফতার

আদমদীঘিতে স্ত্রীর গর্ভপাতের ঘটনায় মামলা স্বামী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া), ১৫ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিটে জখম ও স্ত্রীর সম্মতি বাতিত গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা দায়ের।

এ ঘটনায় পুলিশ স্বামী সামিউল ইসলাম (২৫)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

জানা যায়, আদমদীঘির কামারপুকুর গ্রামের সামছুর রহমানের ছেলে সামিউল ইসলামের সাথে নন্দীগ্রামের বাঁশো নওয়াপাড়ার লায়েত আলীর কন্যা আদরীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসাবে জামাই সামিউল ইসলামকে ৩০ হাজার টাকা প্রদান করেন।

এরপর আরো ৫০ হাজার টাকা যৌতুক হিসাবে দাবী করে প্রায় নির্যাতন করে আসছিল। গত ৯ মার্চ রাত ৯টার সময় সামিউল ইসলাম তার স্ত্রীর নিকট যৌতুক দাবী করে মারপিটে জখম করে এবং তার গর্ভে আঘাত করে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত ঘটিয়ে বাড়ীতে আটক করে রাখে।

স্ত্রী আদরী কয়েকদিন পড় অন্যের মোবাইল ফোনে তার বাবার বাড়ীতে খবর দিলে তারা আদরীকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় আদরী বাদী হয়ে নারী ও শিশু আদালতে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওসি আদমদীঘিকে মামলা রেকড করার নির্দেশ দিলে গতকাল শনিবার রাতে থানায় মামলা রেকর্ডভুক্ত হয়।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত