![গাইবান্ধায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/arrest_abnews_135242.jpg)
গাইবান্ধা, ১৫ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধায় ৫শ’ ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাকিবুল বারী অপু (৪১) ও ওয়াহেদুল আলীকে (২৪) হাতে-নাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাইবান্ধা সদরের দক্ষিণ ধানঘরা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রাকিবুল বারী অপু ও একই গ্রামের মৃত ইউনুস আলীর ওয়াহেদুল আলীকে ৫শ’ ৫৩ পিস ইয়াবাসহ আটক করে।
ডিবি (ওসি) একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২ লক্ষ ২১ হাজার ২শ’ টাকা। আটককৃত রাকিবুল ও ওয়াহেদের বিরুদ্ধে পূর্বে আরো দু’টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি