![নোয়াখালীতে গুলিতে সন্তান নিহত, বাবা আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/gooli_135354.jpg)
নোয়াখালী, ১৬ এপ্রিল, এবিনিউজ : নোয়াখালীর হাতিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির বাবা।
রবিবার রাত ৮টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত নীরব উদ্দিন (১০) ওই এলাকার রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫ম শ্রেণিতে পড়ত। তার বাবা মিরাজ উদ্দিনকে (৩৪) গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মিরাজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে হাতিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউছুফ আলী ও বিদ্রোহী প্রার্থী ছাইফ উদ্দিন আহমদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে ভোটে জিতে মেয়র নির্বাচিত হন ইউছুফ, যিনি স্থানীয় এমপি আয়েশা ফেরদৌসের সমর্থক হিসেবে পরিচিত।
ওই নির্বাচনে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ছাইফ উদ্দিনের পক্ষে কাজ করেন। তখন থেকেই এমপি সমর্থকদের সঙ্গে তার বিরোধ চলছিল। ওই পক্ষের ২০ থেকে ৩০ জন ‘সন্ত্রাসী’ রাতে তার বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় তিনি ও নীরব গুলিবিদ্ধ হন।
দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/সাদিক/জসিম