বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ফরিদপুর, ১৬ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সিকদার কৃষ্ণপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী বলেন, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল ফকিরের সঙ্গে এলাকায় অধিতপত্য বিস্তার নিয়ে ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমার নিক্সন চৌধুরীর অনুসারী আখতারুজ্জামান তিতাসের লোকজনের বিরোধ চলছিল। কৃষ্ণপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে রবিবার বিকালে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২০টি দোকানঘর ও বাজার সংলগ্ন কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়।

এ ঘটনার জেরে সোমবার ভোরে উভয় পক্ষে মধ্যে ফের সংঘর্ষে হলে একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত