![সিরাজগঞ্জে শ্বশুরবাড়িতে স্ত্রীকে গলাটিপে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/hotta_135415.jpg)
সিরাজগঞ্জ, ১৬ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর এলাকায় সীমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিষ্ঠুর স্বামী পলাতক রয়েছে।
আজ সোমবার সকালে পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সীমা ওই মহল্লায় খবির উদ্দিনের মেয়ে।
সদর থানার ওসি (অপারেশন) নুরুল ইসলাম জানান, প্রায় ৮ বছর আগে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী গ্রামের জলিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে সীমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পহেলা বৈশাখ উপলক্ষে সীমাসহ তার আরও দুই মেয়ে ও জামাইদের দাওয়াত করে বাসায় নিয়ে আসেন খবির উদ্দিন। গতকাল রবিবার দুই মেয়ে-জামাই চলে গেলেও সীমা তার স্বামীসহ শ্বশুরবাড়ি থেকে যায়।
আজ সোমবার সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বামী রাজ্জাক তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম. তফিজ উদ্দিন/জসিম/এমসি