বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে: এরশাদ

জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে: এরশাদ

জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে: এরশাদ

নীলফামারী, ১৬ এপ্রিল, এবিনিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে ও জনগণের কল্যাণ হবে।

আজ সোমবার দুপুরে জলঢাকা উপজেলার ডাকবাংলো মাঠে জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে নেতাকর্মীদের উদ্যেশ্যে এরশাদ আরো বলেন, আপনারা সজাগ থাকলে আমি সরকার গঠন করতে পারবো। আমার জন্য দোয়া করবেন আল্লাহ্ যেন আমাকে আগামী নির্বাচন পর্যন্ত হায়াত দেন।

তিনি বলেন, রংপুর বিভাগের ২২টি আসন পেলেই আমি আপনাদেরকে সরকার উপহার দিতে পারবো।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আব্দুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, দলের কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, বিরোধী দলীয় হুইপ শওকত আলী চৌধুরী, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

এর আগে বিভিন্ন দলের শতাধিক কর্মী এরশাদের হাতে ফুলের তোড়া উপহাড় দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত