![হিংসাত্মক বক্তব্য দিচ্ছেন কাদের : নোমান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/noman_135496.jpg)
ঢাকা, ১৬ এপ্রিল, এবিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হিংসাত্মক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নোমান। দলের নেতা ইলিয়াছ আলীর সন্ধান দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নোমান বলেন, ‘ওবায়দুল কাদেরের গলার স্বর আশ্চর্য। যে স্বরে কথা বললে আমাদের অনেক উপকার হয়, তাঁর হিংসাত্মক বক্তব্যকে প্রতিহত করার একটা শক্তি অর্জন করে।’
নোমান আরো বলেন, ‘তাই তাঁর বক্তব্যকে সবসময় স্বাগত জানাই। তিনি তাঁর বক্তব্য প্রদান করুন। জনগণ আরো বেশি আমাদের পক্ষে আসুন।’
এবিএন/মমিন/জসিম