![নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন ল্যাবএইডে ভর্তি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/khalid-hossein_135508.jpg)
ঢাকা, ১৬ এপ্রিল, এবিনিউজ : একুশে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার তার একমাত্র ছেলে আসিফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খালিদ হোসেনকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সকালে পোস্ট অপারেটিভ সেন্টারে নেওয়া হয়েছে।’
আসিফ হোসেন জানান, ‘গত ১২ এপ্রিল থেকে খালিদ হোসেনের শারীরিক অবস্থা খুবই খারাপ। তখন প্রথমে সিসিইউতে ছিলেন। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সমস্যা নিয়ে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে অধ্যাপক ডা. আলী হোসেনের তত্বাবধানে ভর্তি রয়েছেন।’
চিকিৎসকের বরাত দিয়ে আসিফ বলেন, ‘এখন তার শারীরিক অবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছে। তবে এ ধাক্কা সহ্য করতে পারলেও, পরবর্তী ধাক্কা সহ্য করতে পারবেন কিনা তা বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, ১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুলগীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি।
এবিএন/জনি/জসিম/জেডি