![দুই জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/bandukjaddo_135538.jpg)
ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়ীতে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আগে থেকেই পুলিশের হাতে আটক ছিলেন।
আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সোমবার দুপুরে একটি বেসরকারি কোম্পানির প্রতিনিধিকে ছুরিকাঘাত করে সাড়ে ১৮ লাখ ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা খোকনকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে তার দেয়া তথ্য মতে ভোর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বাইপাস রেলগেট এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় সহযোগীদের গুলিতে আহত হন খোকন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে রাজবাড়ীর সদর উপজেলার ধাওয়াপাড়া জৌকুড়া ঘাট এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইদুল (৩২) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন। তিনি পাবনার আটঘারিয়া উপজেলার তনুর ছেলে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জৌকুড়া ঘাট এলাকায় চরমপন্থি নেতারা বৈঠক করছে- এমন খবের ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। এতে চরমপন্থি নেতা সাইদুল আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/সাদিক/জসিম