বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে হেরোইনসহ নারী আটক

গোদাগাড়ীতে হেরোইনসহ নারী আটক

গোদাগাড়ী, ১৭ এপ্রিল, এবিনিউজ :রাজশাহীর গোদাগাড়ীতে ১০ লক্ষ টাকার হেরোইনসহ এক নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগীয় পরিদর্শক মোস্তফা জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার লালবাগ রামনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ীতে অভিযান চালিয়ে বাজারের ব্যাগে ভর্তি বিছানার নিচ থেকে ১০০ গ্রাম হেরোইনসহ রকিয়া বেগম নামের একজনকে আটক করে।

আটককৃত রকিয়া বেগম (৪৫) পৌর এলাকার লালবাগ এলাকার রামনগর গ্রামের শামসুদ্দীনের মেয়ে ।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাব হোসেন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ মঙ্গলবার ভোর ৬ টার সময় পৌর এলাকার রামনগর গ্রামে ১০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আলাদতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত