![‘মুক্তিযুদ্ধকে ইশতেহার করলে ঠাঁই হবে ইতিহাসের আস্তাকুঁড়ে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/kader_135546.jpg)
ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭ মার্চ, ১৭ এপ্রিলের মতো মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় স্বীকার করে না এবং মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহার হিসেবে ব্যবহার করে; তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের শক্তি কোনো দিনই বাংলাদেশের অগ্রযাত্রা মেনে নেয়নি, নিতে পারবেও না। তাই প্রতিটি ক্ষেত্রে তাদের ষড়যন্ত্র চলছেই।
আজ মঙ্গলবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে অবস্থিত তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুম, আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে ভোরে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় এবং মেহেরপুরে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এবিএন/সাদিক/জসিম