
ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর উত্তরা এলাকায় জাল ভিসা তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার রাতে রাজধানীর উত্তরায় ওই বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় জাল ভিসা তৈরির কারখানা থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান, আটককালে তাদের কাছ থেকে জাল ভিসা, বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া নিয়োগপত্র, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এবিএন/সাদিক/জসিম