বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • কবি সুফিয়া কামাল হলের ২৪ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

কবি সুফিয়া কামাল হলের ২৪ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

কবি সুফিয়া কামাল হলের ২৪ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের ২৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, গত ১০ এপ্রিল রাতে কবি সুফিয়া কামাল হলের এক অনাকাঙ্খিত ঘটনার সাথে জড়িত থাকায় এ ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সোমবার রাতে এ বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ১০ এপ্রিল রাতে ওই হলে আন্দোলনে যোগ দেয়া ছাত্রীদের মারধর করার এক ঘটনার খবর বেরোয় পরদিন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে।কবি সুফিয়া কামাল হলের ২৪ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

এ ঘটনা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে ওই সংগঠন থেকে এবং পরে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়।

তবে পরে ছাত্রলীগের এক তদন্তের পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পদে পুনর্বহাল করা হয়।

তার পরই এই ২৪ জনকে বহিষ্কারের খবর এলো। বহিষ্কৃতদের মধ্যে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের অন্যতম সহসভাপতি মুর্শেদা খানমও রয়েছেন। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল যে তাকে ইফফাত জাহান এশা মারধর করেছেন।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত