নারায়ণগঞ্জ, ১৮ এপ্রিল, এবিনিউজ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে উগ্র মতবাদের বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে এক নারী ও ২ জন পুরুষ রয়েছে।
র্যাব-১১-এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আলেক উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩ জেএমবি সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম