শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সরিষাবাড়ীতে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী জেল হাজতে

সরিষাবাড়ীতে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী জেল হাজতে

সরিষাবাড়ীতে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী জেল হাজতে

জামালপুর, ১৮ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করার দায়ে গতকাল মঙ্গলবার দুপুরে স্বামী সেজনু মিয়া (৩২)কে জেলহাজতে পাঠায়।

জানাগেছে, পিংনা গ্রামের চান্দু মন্ডলের ছেলে ভবঘুরে সেজনু তার স্ত্রী স্বর্ণা বেগমকে (২২) সোমবার বিকেলে ইট দিয়ে আঘাত করে হাত, মুখ ও মাথা থেতলে দেয়। গুরুতর অবস্থায় সে বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

ওসি রেজাউল ইসলাম খান জানান, নির্যাতিতার ভগ্নিপতি ময়নাল হোসেন বাদি হয়ে গত সোমবার রাতে থানায় মামলা করেছেন।

২০০৯ সালে চান্দু মন্ডলের ছেলে সেজনু মিয়ার সাথে কাজিপুর উপজেলার শ্যামপুর গ্রামের চানু মিয়ার মেয়ে স্বর্ণা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সেজনু তার স্ত্রীর কাছে যৌতুকের জন্য কলহ চলছিল। পারিবারিকভাবে বিষয়টি কয়েকবার আপোস-মিমাংসা করা হলেও, গত সোমবার বিকেলে পুণরায় যৌতুকের কথা বললে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে সেজনু তার স্ত্রী স্বর্ণা বেগমকে ইট দিয়ে আঘাত করে মাথা, হাত ও মুখ জখম করে। স্ত্রী স্বর্ণা বেগমের অভিযোগ, এখন বাবার সম্পত্তির অংশ বক্রি করে টাকার দাবীতে নির্যাতন চালানো হয়।

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত