বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লা, ১৮ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত রুবাইয়াত হোসেন বাবুল (৩৫) কাভার্ড ভ্যান ডাকাতচক্রের সদস্য।

মঙ্গলবার রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার রায়নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

জেলা ডিবি পুলিশের ওসি নাসিরউদ্দিন মৃধা বলেন, একটি ডাকাত দল কিছু দিন ধরে মহাসড়কে বিভিন্ন ট্রাক, কাভার্ড ভ্যান আটকে ডাকাতি করে আসছিল। ডাকাতদের অবস্থানের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল রাতে ওই এলাকায় অভিযানে যায়। রায়নগর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলি চলার পর ডাকাতরা পালিয়ে গেলে সেখানে বাবুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

পুলিশ ওই ডাকাত দলের আরেকজনকে জীবিত অবস্থায় আটক করেছে এবং ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে। দাউদকান্দি থানার পরিদর্শক নুরুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য রাতের ওই অভিযানে আহত হয়েছেন।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত