বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

ঢাকা, ১৮ এপ্রিল, এবিনিউজ : সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর কোন আস্থা বাংলাদেশের মানুষের নাই। তারা নির্বাচনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। প্রথমে তো এই অবস্থানটা সৃষ্টি করতে হবে।

মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে সকল দলের সমান অধিকার থাকতে হবে। অধিকার কোথা থেকে থাকবে? আপনি তো অপশনই বন্ধ করে দিয়েছেন গণতন্ত্রে মাকে জেলে ঢুকিয়ে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত