![খালেদার বাসভবন থেকে ৪ পুলিশ প্রত্যাহার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/gulsan_135798.jpg)
ঢাকা, ১৮ এপ্রিল, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রটোকলে থাকা ৪ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে খালেদার গুলশানের বাসভবন থেকে তাদের প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা সামসুদ্দীন দিদার।
গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এরপর থেকে তিনি পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে বন্দী আছেন।
এবিএন/মমিন/জসিম