![সিটি ভোটে ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: মোশাররফ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/mosharof@abnews_134469_134895_135810.jpg)
ঢাকা, ১৮ এপ্রিল, এবিনিউজ : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির নির্বাচন উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিটি ভোটের মধ্য দিয়ে এবার সব ষড়যন্ত্র রুখে দেবে জনগণ।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে এমন একটি সময়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে যখন আমাদের নেত্রী কারাগারে। এই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী হাসান উদ্দীন সরকারকে ভোটে বিজয়ী করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে এটি দেশনেত্রীর মুক্তির নির্বাচন এবং সেইসঙ্গে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার নির্বাচন।’
আজ বুধবার গাজীপুরের টঙ্গী এলাকায় সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০১৪ সালে দেশে কোনও নির্বাচন হয়নি দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে গাজীপুরের নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে আসতে হবে।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গাজীপুর বিএনপির ঘাঁটি। এখানে আমাদের ভোট ও জনসমর্থনের অভাব নেই। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীর মুক্তির এই নির্বাচনে হাসান উদ্দীন সরকারের পক্ষে কাজ করুন।’
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শহিদুল ইসলাম বাবুল, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এবিএন/মমিন/জসিম