রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ এপ্রিল, এবিনিউজ : গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ অর্থ, মোবাইল ফোন ও সিমকার্ডসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. বাবুল হোসেন (৩৯)। সে কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ এলাকার মাইনুল হোসেনের ছেলে।

র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প সূত্র আরো জানায়, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনসহ শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ জোড়াপুল এলাকা থেকে ৯৮০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ডসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত