শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • গফরগাঁওয়ের পুলিশ কর্মকর্তার ভাতিজা খুন

গফরগাঁওয়ের পুলিশ কর্মকর্তার ভাতিজা খুন

গফরগাঁওয়ের পুলিশ কর্মকর্তার ভাতিজা খুন

গফরগাঁও (ময়মনসিংহ), ১৯ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন মশাখালীর বেলাব গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শাহীন মিয়া (৩৫)কে তার চাচা সৈয়দ আলী ও চাচাত ভাই রাকিব (২৮) লোহার রট দিয়ে এলোপাথারি পিটিয়ে হত্যা করে।

এসময় বাধা দেওয়ায় শাহিনের মা নুরজাহান বেগম(৫০) পিটিয়ে আহত করে। খবর পেয়ে গফরগাঁও র্সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন।

নিহত শাহীন কিশোরগঞ্জের কটিয়াদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামাল উদ্দিনের ভাতিজা ও সোনামগঞ্জের পুলিশ ব্যুারো ইনভেস্টিকেশন এর এসআই সাইফুল ইসলাম সুমনের ভাই। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায়।

পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালীর বেলাব গ্রামের মকবুল হোসেনের সাথে তার ভাই সৈয়দ আলীর বসত ভিটা ও বাড়ি সংলগ্ন রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

আজ বৃহস্পতিবার সকাল ১২টায় মুকবুল হোসেনের ছেলে শাহীন মিয়া বাড়ি থেকে বেড় হতে চাইলে তার চাচাত ভাই রাকিব ও চাচা সৈয়দ আলী বাধা দেয়।

এসময় বাকবিতন্ডার এক পর্যায়ে সৈয়দ আলী ও তার ছেলে রাকিব লোহার সাবল দিয়ে শাহিনকে এ্যালোপাথারি পিটিয়ে গুরুত্বর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাধা দেওয়ায় শাহিনের মা নুরজাহান বেগমকে পিটিয়ে আহত করে। ঘটনার পর সৈয়দ আলী ও তার ছেলে রাকিব পালিয়ে যায়।

খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন। পাগলা থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, বসত ভিটার জমি ও রাস্তার বিরোধ এ ঘটনা ঘটেছে। জড়িতদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত