![দুই সিটিতে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটি গঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/bnp_136034.jpg)
ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনখুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের জন্য সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈঠকটি শুরু হয়ে সাড়ে ৮টায় শেষ হয়। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংক্ষিপ্ত এ বৈঠক হয়েছে।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া জানান, জোটের বৈঠকে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সমন্বয় করতে জোটের দুটি সমন্বয় কমিটি করা হয়েছে।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য মোস্তফা জামাল হায়দারকে আহ্বায়ক ও শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব করা হয়েছে। খুলনা সিটির নির্বাচনের জন্য ড. ফরিদুজ্জামান ফরহাদকে আহ্বায়ক ও মুঞ্জুর হোসেন ঈশাকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।
বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমন্বয়ক নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। বৈঠকে সিটি নির্বাচনের বাইরে অন্য কোনও বিষয়ে আলোচনা হয়নি বলে জানান গোলাম মোস্তফা ভুঁইয়া।
এবিএন/মমিন/জসিম