![নরসিংদীতে বিদেশী রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/arrest_abnews_136066.jpg)
নরসিংদী, ২০ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীর বদরপুর থেকে ১টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ ইমান আলী (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বদরপুরের মান্নান ভূইয়া কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইমান আলী সদর উপজেলার বদরপুর পশ্চিমপাড়ার মৃত. লাল মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন সরকার জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার টিম বদরপুরে একটি অভিযান চালিয়ে মান্নান ভূইয়া কলেজ মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে ইমান আলীকে গ্রেপ্তার করি।
এসময় তার দেহ তল্লাসী করে তার কাছ থেকে ১টি বিদেশী (জার্মানী) রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি ও ১টি গুলির খোসা উদ্ধার করা হয়। সে কাউকে মারার জন্য সেখানে অবস্থান করছিল। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি