শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ‘ফখরুলের আন্দোলনের হুমকি বিএনপির হীনমন্যতার পরিচয়’

‘ফখরুলের আন্দোলনের হুমকি বিএনপির হীনমন্যতার পরিচয়’

‘ফখরুলের আন্দোলনের হুমকি বিএনপির হীনমন্যতার পরিচয়’

ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলনের হুমকিকে ‘হীনমন্যতা’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনারা কি আইন-আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন? একজন রাজনৈতিক নেতার বক্তব্য এ ধরনের হতে পারে না। এটা তাদের (বিএনপি) হীনমন্যতার পরিচয়।’

আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নিয়মিত বৈঠক শেষে জোটের সমন্বয়ক এ কথা বলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেত্রী আদালতের মাধ্যমে জেলে গেছেন। আদালতের মাধ্যমেই তিনি বের হবেন। আমরা চাই তারা আগামী নির্বাচনে আসুক।

যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিনে ১০০ জন প্রভাবশালী নেতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পাওয়ায় ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, এ অর্জনে শুধু শেখ হাসিনা সম্মানিত হননি, সম্মানিত হয়েছে দেশের মানুষ, দেশের জনগণ। তিনি আমাদের বারবার সম্মানিত করেছেন। দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাচ্ছেন।

বৈঠকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আগামী ২৬ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে খুলনা ও গাজীপুর সিটি করপোশন নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৪ দল গাজীপুরে জাহাঙ্গীর আলম এবং খুলনায় তালুকদার আবদুল খালেককে বিজয়ী করতে এক সাথে হয়ে কাজ করবে। যদি কেউ এর মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে সময়মত তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেবে। একই সাথে ১৪ দল ছোট পরিসরে কমিটি গঠন করে নির্বাচনী এলাকায় কাজ করবে।’

নাসিম বলেন, ‘যেহেতু সিটি করপোরেশনের নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে, তাই মুক্তিযুদ্ধের চেতনাকে জয় করার জন্য দেশবাসীকে আহ্বান জানাব।’

‘বিএনপি-জামায়াত বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে বারবার উসকে দিতে চেয়েছে। নির্বাচন হচ্ছে জনগণের রায় দেয়ার অধিকার। যারা বারবার চেয়েছিল জনগণের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল তাদেরকে পরাজিত করতে হবে।’

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতিও আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র নাসিম।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত