![রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/keder_136098.jpg)
ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং কুমিল্লার আদালতে জামিন না দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
আজ শুক্রবার সকালে পুরনো ঢাকার জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম জিলানী, আনু মুহাম্মদ শামীম, সরদার মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিল থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এবিএন/মমিন/জসিম