![এমপিদের ভোট চাওয়া সংবিধানের সুস্পষ্ট লংঘন: বিএনপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/mossarof_136110.jpg)
ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা দল মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইলে তা সংবিধান ও নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লংঘন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে সংসদ সদস্যদের ভোট চাওয়ার সুযোগ রেখে নির্বাচনী আচরণবিধি সংস্কারের ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।
বিষয়টি আমলে নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে আমরা শুনতে পাই, নির্বাচন কমিশন চিন্তাভাবনা করছে সংসদ সদস্যদেরকে-মন্ত্রীদেরকে তারা প্রচার-প্রচারণায় সুযোগ দিতে পারেন। এটা সুস্পষ্টভাবে সংবিধানের লংঘন হবে, নির্বাচনী আচরণবিধির লংঘন হবে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ইতোমধ্যে নির্বাচনী আচরণবিধি লংঘন হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সেদিন নির্বাচন কমিশনে গিয়েছিলাম। বলে এসেছি, দুই সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা শুনলাম তাদের চিন্তায় সেটা নেই। আমরা আবারও বলতে চাই, আপনারা এটা চিন্তায় আনেন, না হলে সিটি করপোরেশনের জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে না। দুই সিটি করপোরেশনে যদি এই ধরনের পরিস্থিতি হয়, তাহলে আমরা বুঝতে পারব আগামী নির্বাচন কী হবে।’
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপির অংশগ্রহণ জরুরি উল্লেখ করে ড. মোশাররফ হোসেন বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে আমরা নির্বাচন কমিশনকে কতগুলো প্রস্তাবনা দিয়েছি। যাতে করে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হয়। অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের দেশের জনগণ ও বিদেশি বন্ধুরা চায়। আর অংশগ্রহণমূলক হতে হলে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। না হলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।
এবিএন/মমিন/জসিম