![সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন: হানিফ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/hnif_136139.jpg)
ঢাকা, ২০ এপ্রিল, এবিনিউজ : সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ শুক্রবার সকালে রাজধানীর গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জামায়াত-বিএনপির অশুভ শক্তি দেশের পরিবেশ নষ্ট করতে চায়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় একটি নীতিতে বিশ্বাস করেছি, তা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। কোনো ধর্মের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা বা অসম্মান নেই। সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিবো এবং আমাদের সমাজ গঠন করবো।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, যে বিএনপি এদেশে উগ্রবাদ ও মৌলবাদ সৃষ্টি করে অন্য ধর্মের মানুষের ওপর যে নির্যাতন, নিপীড়ন করেছিলো আজ তারা বিচারের কাঠগড়ায়। তারা ক্ষমতায় থেকে অন্যায় করেছিলো তার শাস্তি তারা পাচ্ছে। আমরা বিশ্বাস করি, আমাদের ধর্মে বিধান রয়েছে প্রতি মানুষের কর্মের বিচার হবে। কোনো মানুষ তার বিচার ছাড়া যাবে না। আমাদের ইসলাম ধর্মে আছে মৃত্যুর পর পরকালে অন্যায়কারীর বিচার হবে। এছাড়া পৃথিবীতেও মানুষ তার পাপ কর্মের শাস্তি ভোগ করে যাবেন বলে মন্তব্য করেন মাহবুব উল হানিফ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নানা বিভ্রান্তিমূলক কথা বলে দেশের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। বিএনপি সংবিধানের বাইরে যেয়ে সংবিধানবহির্ভূত নির্বাচনী দাবি করে যাচ্ছে। আমরা পরিস্কার করে বলেছি, এই সরকার জনগণের সরকার, এই সরকার প্রতিটি কাজ সংবিধান অনুযায়ী পালন করতে চায়। সুতরাং আগামী নির্বাচন সংবিধান নিয়মে যথাসময়ে অনুষ্ঠিত হবে, এর ব্যত্যয় কিছু ঘটবে না।
এবিএন/মমিন/জসিম