![‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সরকারবিরোধী ষড়যন্ত্র করেছিল’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/20/jakir_abnews_136160.jpg)
সুনামগঞ্জ, ২০ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশের সকল ক্রান্তিকালে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোটাবিরোধী আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সরকারবিরোধী যে ষড়যন্ত্র করেছিল, ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সে ষড়যন্ত্র প্রতিহত করেছে।
আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বায়োডাটা সংগ্রহ করেছি, ঢাকায় গিয়ে সভাপতিসহ কেন্দ্রীয় অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে কমিটি ঘোষণা করা হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির বলেন, ছাত্রলীগকে আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।
এবিএন/মাইকেল/জসিম/এমসি